ভীমরতি:: নারগীস নাহার রুনুর চমৎকার একটি রম্য ছড়া

রম্যছড়া

ভীমরতি
হাবুল মিয়ার বয়স আশি
কাশেন খকর খক, 
এই বয়সে ভীমরতি তার
বিয়ের হলো শখ।

রূপোর মতো চুল ক-গাছি
নকল দাঁতের সার, 
গিটে গিটে বাতের ব্যামো
দখল দিছে তার।

এক কুড়ি তার নাতি -পুতি
তিনটা ঘরে বৌ,
বাঁধবে নাকি তার সাথে ঘর
পুবের পাড়ার মৌ।

খুব সাজুনি ওই মেয়েটার
হাসলে পড়ে টোল,
তারি প্রেমে ডুবে হাবুল
পাল্টে ফেলেন ভোল।

নকল চুলে জোয়ান সাজেন
কোট প্যান্ট আর টাই,
সালাম দেয়া ভুলে তিনি
বলেন হ্যালো হাই!!


 
Top