"বেলা তখন তিনটা" আমার প্রথম ছড়াগ্রন্থ।
এই বইয়ের মলাটে পঁচিশটি ছড়ার বসত স্থাপন করা হয়েছে।♦নামকরণ : বইয়ের ২৪নাম্বার কবিতার নাম "শীতের দিন"। এই কবিতার একটি লাইন "বেলা তখন তিনটা"। এখান থেকেই নামকরণ।
♦ 'বেলা তখন তিনটা' বইটি -"এক হয়ে যাই" কবিতা দিয়ে শুরু করে "বিজয় সুবাস" কবিতা দিয়ে সমাপ্তি করা হয়।
অর্থাৎ, প্রথমে এক হওয়ার আহবান জানানো হয়। আর সবাই এক হলে বিজয় সুনিশ্চিত। তাই "বিজয় সুবাস" কবিতা দিয়ে সমাপ্তি করা হয়।
♦ আমি চেষ্টা করেছি পাঠককে কিছুক্ষণ ছড়া-ছন্দে নাচাতে। জানি না কতটুকু সফল হয়েছি। তবে আশারাখি, পাঠক একটুর জন্য হলেও ছন্দে-ছন্দে দোলবে....।
♦ আশাকরি, প্রিয় পাঠকরা পড়লে ভালো লাগবে।
"বেলা তখন তিনটায়" সবার হৃদয় ছুঁয়ে যাক....!!!
পাশে থাকার জন্য ধন্যবাদ।
ফরহাদ আরিফ।
চট্টগ্রাম।
০১৬৩০১০০৬৫৪
ফরহাদ আরিফ।
চট্টগ্রাম।
০১৬৩০১০০৬৫৪