0
ফলাফল - ১৯০
দীর্ঘ বিরতির পর প্রজন্ম সাহিত্য পরিষদের সাহিত্যাসর আবারো শুরু হয়েছে। এই সাহিত্যাসরে অংশগ্রহণ করেই আমার মত মানুষ টুকটাক লেখা শিখেছে। সেই সাহিত্যাসর কি বন্ধ থাকতে পারে? না। ধন্যবাদ আলানূর ভাইকে আবার নতুন করে কাজ শুরু করার জন্য। যারা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। যারা সেরা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এবারের আসরের বিচারিক কাজে সহযোগিতা করেছেন প্রিয় ছড়াকার জিসান মেহবুব ভাই।  প্রত্যেক আসরেই বিচারক প্যানেলের প্রধান বিচারক হিসেবে একজন সিনিয়র লেখক থাকবেন ইনশাল্লাহ। 
#আমাদের আগামী সাহিত্যাসর-১৯১ এর বিষয়ঃ ভ্রাতৃত্বঃ ছড়া কবিতা।
.

১. কলম
মোঃ আনোয়ার হোসেন ফারুক
.
কলম যদি দলকানা হয় পথ যে হারায় জাতি,
মিথ্যে দাপট সেই সমাজে করে মাতামাতি।
আগের দিনের কলম মাঝে ছিলো ঝাঁঝের কালি,
হালের কলম চলছে যেন দিয়ে জোড়া তালি।
সোনার কলম যায় চলে যায় চাটুকারের হাতে,
চাটুকার'রা চালায় কলম জুলুমবাজীর খাতে।
তাইতো কলম বলে না আর বীরের মতো বাঁচো,
হালের কলম বলছে দেদার রাজক্ষমতায় যাচো।
কলমকালি চলছে আজই রাজরাজাদের খোশে,
জালিম তখতো কাঁপে না আর এই কলমের জোশে।
একটা সময় ছিলো ধরায় কাঁপতো কলম ভয়ে,
কালের চাকায় সেই ইতিহাস চলছে ক্ষয়ে ক্ষয়ে।
কলম তুমি আর হয়ো না জালিম দাবার গুটি,
তোমার আঁচড়ে তুলে ধরো দেশসমাজের ত্রুটি।
তুলে ধরো সত্য ন্যায়ের সঠিক পথের দিশা,
সত্য পথে থেকো তুমি যেমন কঠিন শিসা।
দেশ জাতিকে পথ দেখাতে ওঠো তুমি জেগে,
জুলুমবাজীর প্রতিরোধে চলো আলোরবেগে।
জাগলে তুমি ফের ধরাতে আলো পাবে ভূমি,
ভালোবাসার পরশ ছোঁয়ায় দাও মমতার চুমি।
কলম সেতো আগ্নেয়াস্ত্র কঠিন তীরের ফলা,
এই কলমের বদৌলতে হোক'যে সঠিক চলা
.

২. কলম
শাহজাহান শাহেদ
কেউ কলমে স্বপ্ন বোনে
কল্প করে চাষ
কেউ বা আবার কলম দিয়ে
ঘটায় সর্বনাশ।
কেউ কলমে নীতির পথে
সত্য করে খোঁজ
কেউ বা আবার মিথ্যে লিখে
ধ্বংস আনে রোজ।
কেউ কলমে জোসনা আনে
ফোটায় আলোক চাঁদ
কেউ বা আবার কলম দিয়ে
সব করে বরবাদ।
কেউ কলমে জাগায় জাতি
জ্বালায় হেরার নূর
কেউ বা আবার কলম দিয়ে
বাজায় বৈরি সুর।
সব কলমের চিন্তাগুলো
আজ থেকে হোক এক
সুরম্যতায় গড়তে সমাজ
হোক লেখা সব নেক।
.

৩. প্রীতির কলম
জাহিদ মাহবুর
কতশত প্রেম হয় তোর হাত ধরে,
কতজন নির্জনে পড়ে থাকে মরে।
কতকের ফাঁসি হয় তোর খোঁচা খেয়ে,
কতজন ছাড়া পায় তোর দয়া পেয়ে।
তোর নামে সূরা আছে পাক কুরআনে,
তোর কথা ছোট বড় সবলোকে মানে।
জানি তোর একদাগে পৃথিবীর রাজা,
হতে পারে সবহারা পেতে পারে সাজা।
তোর জোরে রাতারাতি কেউ হয় ধনী,
কেউ হয় মিসকিন কেউ হয় গণী।
চাইলে যে একদাগে বেকার সকার,
হয়ে যায় টকশো'র আজীব টকার!
তুই বড় জাদরেল ভীতির মলম,
তুই বড় আবেদনী প্রীতির কলম!
.

৪. কবির কলম
এম.হাবিবুর রহমান হাবিব
থমকে গেছে কবির কলম
লিখতে নীতির গান,
দুর্নীতিতে ভরছে সমাজ
ওষ্ঠাগত প্রাণ।
দ্রোহের কথা লিখবে কলম
এইতো ছিলো আশ,
ন্যায়ের কথা ভুলে কেবল
করছে প্রীতির চাষ।
সত্য কথা লিখে না আর
সব কলমের নিব,
কারো কলম করছে লালন
মোসাহেবি জিব।
জাগবে কবে কবির কলম
লিখবে নীতির গান,
গড়বে তবে শুদ্ধ সমাজ
ভরবে সবার প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top