0
গল্পকার Naseemul Bariর েপোস্ট থেকে
অনেকেই আমার কাছে জানতে চান কী কী উপন্যাস পড়া যায়। আর তাই আমি কিছু উপন্যাসের তালিকা করলাম। চিরায়ত ধারার এসব উপন্যাসকে বাংলা সাহিত্যের একটা ভিত্তিও ভাবা যেতে পারে। এটা আমার মূল্যায়ন। কারো এর সাথে দ্বিমত থাকতেই পারে।

১. গ্রামীণ পটভূমি

সৈয়দ ওয়ালীউল্লাহ্ - লালসালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা
আবু ইসহাক - সূর্য-দীঘল বাড়ি
জহির রায়হান - হাজার বছর ধরে
আবদুল গাফফার চৌধুরী - চন্দ্রদ্বীপের উপাখ্যান
শওকত ওসমান - জননী
আখতারুজ্জামান ইলিয়াস - খোয়াবনামা
হাসান আজিজুল হক - আগুনপাখি
সৈয়দ শামসুল হক - মহাশূন্যে পরান মাস্টার
সেলিনা হোসেন – দীপান্বিতা

২. নগর ও গ্রামের পটভূমি

আলাউদ্দিন আল আজাদ - ক্ষুধা ও আশা
শহীদুল্লাহ্ কায়সার - সংশপ্তক
সরদার জয়েন উদ্দিন - অনেক সূর্যের আশা
আবুল ফজল - রাঙাপ্রভাত
আনোয়ার পাশা - নীড় সন্ধানী

৩. নগর জীবনের পটভূমি

রশীদ করিম - উত্তম পুরুষ
আখতারুজ্জামান ইলিয়াস - চিলেকোঠার সেপাই
শওকত আলী - দক্ষিণায়নের দিন

৪. আঞ্চলিক ও বিশেষ জীবনধারার

আবুল কালাম - কাশবনের কন্যা
সরদার জয়েনউদ্দিন - পান্নামতি
সেলিনা হোসেন - পোকামাকড়ের ঘরবসতি

৫. মনস্তত্ত্ব ও দার্শনিক

আলাউদ্দিন আল আজাদ - তেইশ নম্বর তৈলচিত্র
সৈয়দ শামসুল হক - দেয়ালের দেশ ও এক মহিলার ছবি
মাহমুদুল হক - খেলা ঘর

৬. ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক

আবু জাফর শামসুদ্দিন - পদ্মা মেঘনা যমুনা
রিজিয়া রহমান - বং থেকে বাংলা
শামসদ্দীন আবুল কালাম - আলম গড়ের উপকথা
সেলিনা হোসেন – কাকতাড়ুয়া
আনোয়ার পাশা – রাইফেল রোটি আওরাত

৭. চর্যাপদভিত্তিক ভিন্নধারা উপন্যাস

সেলিনা হোসেন – নীল ময়ূরের যৌবন

যারা উপন্যাস পড়তে আগ্রহী, এ উপন্যাসগুলোকে পড়ার তালিকায় বিবেচনা করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top