মহামায়ার গান :: আসছে ২১শে বইমেলায় নানা ভাইয়ের শেষ স্বপ্ন গানের সংকলন মহামায়ার গান
তিনি আমাদের স্নেহ, মমতা, আদর সোহাগ, ভালোবাসা সব কিছুই দিয়েছেন। কিন্তু আমারা কি পারছি তাকে কিছু দিতে ? আজ তিনি আমাদের মাঝে নেই। শুধু আছে তার কিছু লেখা কবিতা আর গান । আমরা কি পারি না তাকে বাঁচিয়ে রাখতে তার গানের মাঝে। পারি না তার ইচ্ছাকে পূরণ করতে?আপনাদের সকলের ছোট ছোট আন্তরিক সহযোগিতায় এটা অসম্ভব নয়। আমরা প্রজন্ম পরিষদ উদ্দোগ নিয়েছি এখন আপনাদের পালা ।
আপনাদের বেশি কিছু করতে হবে না শুধু তার গানের বইটি সংগ্রহ করবেন এবং যতধরনের প্রচার মাধ্যম আছে আপনারা প্রচার করবেন। আপনাদের ফেসবুক আইডিতে নিজের মতো সাঝিয়ে পােস্ট করুন । বইটি ক্রয়ে বন্ধুদের উৎসাহিত করুন। আপনাদের নিউজ পত্রিকায় প্রচার করতে পারেন। আপনারা আন্তরিক হলে অবশ্যই পারবেন।
তার সংকলিত গানগুলো দিয়ে পরবর্তিতে আপনাদের সার্বিক সহযোগিতায় প্রকাশ হবে তার গানের এ্যালবাম। মহামায়ার গান ।।
------------
যাদের সাথে যোগাযোগ করতে বলবেন
------------
১. ইসলাম তরিক (01728587897)
২. আব্দুল হাকিম (0176645199)
৩. আলানূর হোসাঈন (01836737867)