বান এসেছে
জাহিদ মাহবুর
জাহিদ মাহবুর
বান এসেছে ওপার থেকে বান এসেছে ভাই,
ডুবেই গেছে ঘরের চালা হালের গরু গাই। ।।
ডুবেই গেছে ঘরের চালা হালের গরু গাই। ।।
হঠাৎ শুনি গভীর রাতে মায়ের আর্তনাদ,
পাড়ার সবাই বলছে হেঁকে "রক্ষা করো বাঁধ!"
স্বপ্ন দেখি যাচ্ছে ডুবে আমার পড়ার বই,
হঠাৎ জেগে সুধাই মাগো, রওশোনারা কই?
ডুকরে কেঁদে বলেন বাবা তোমার বুবু নাই। ।।
পাড়ার সবাই বলছে হেঁকে "রক্ষা করো বাঁধ!"
স্বপ্ন দেখি যাচ্ছে ডুবে আমার পড়ার বই,
হঠাৎ জেগে সুধাই মাগো, রওশোনারা কই?
ডুকরে কেঁদে বলেন বাবা তোমার বুবু নাই। ।।
কলার ভেলায় চলছি ভেসে পাড়ার জোয়ান বুড়ো,
দুটি কুকুর এক জোড়া হাঁস নেইতো চাউল কুঁড়ো!
দুটি কুকুর এক জোড়া হাঁস নেইতো চাউল কুঁড়ো!
বিষাক্ত এই কালো জলে চলছি নিরুদ্দেশ,
ভাবছি নাতো পেছন ফিরে যা হয়েছে শেষ!
ভাবছি কেবল আমার দেশের অদূর ভবিষ্যৎ,
অথৈ সাগর নাকি মরুর ধূঁধূঁ বালুর পথ?
ভাষানীদের গলার আওয়াজ কোথায় খুঁজে পাই। ।।
=================================
খুলনার পথেঃ ১৭ আগস্ট, ২০১৭ ইং।
ভাবছি নাতো পেছন ফিরে যা হয়েছে শেষ!
ভাবছি কেবল আমার দেশের অদূর ভবিষ্যৎ,
অথৈ সাগর নাকি মরুর ধূঁধূঁ বালুর পথ?
ভাষানীদের গলার আওয়াজ কোথায় খুঁজে পাই। ।।
=================================
খুলনার পথেঃ ১৭ আগস্ট, ২০১৭ ইং।