আমি বর সেজেছি
আল মাহমুদ
---------------------
দিন কেটে যায়
রাত্রি পোহায় ।
আমি আছি
নিজের সাথে খেলছি একা কানামাছি ।
কখন বলো ফুড়াবে এই ছেলেখেলা
তেপান্তরের মাঠের শেষে কাটাই বেলা
ঐ আকাশে খসলো তারা আমার উপর
আমি কি আর বর সেজেছি, মাথায় টোপর?
না-না আমার দিন ফুড়ালো তেপান্তরে
এখন তবে ফিরতে হবে নিজের ঘরে ।
যাই ফিরে যাই কান্না হাসির শব্দ ছেড়ে
যাই ফিরে যাই চিরচেনা নিজের ঘরে ।
---------------------
দিন কেটে যায়
রাত্রি পোহায় ।
আমি আছি
নিজের সাথে খেলছি একা কানামাছি ।
কখন বলো ফুড়াবে এই ছেলেখেলা
তেপান্তরের মাঠের শেষে কাটাই বেলা
ঐ আকাশে খসলো তারা আমার উপর
আমি কি আর বর সেজেছি, মাথায় টোপর?
না-না আমার দিন ফুড়ালো তেপান্তরে
এখন তবে ফিরতে হবে নিজের ঘরে ।
যাই ফিরে যাই কান্না হাসির শব্দ ছেড়ে
যাই ফিরে যাই চিরচেনা নিজের ঘরে ।
Post a Comment
Post a Comment