0

 

এই মন


আষাঢ়ের বাদলের মতই এই মন
যেন লুকোচুরি খেলছে ,
কখনো মেঘ ঝরছে
কখনওবা রোদের সোনালী আভা
রঙ্গিন পাখা মেলছে ।
ফুলের পাপড়িতে প্রজাপতির দল
এলোমেলো যেন উড়ছে,
কখনো ভ্রমর ঘুরছে
গোধূলি বেলায় নীড়হারা পাখি গুলো
দিক হারিয়ে যেন ঘুরছে।
০২/০৬/২০১৬ ইং

Post a Comment

 
Top